ব্যস্ততম সড়কের ওপর দাঁড়িয়ে ছিল বাসটি। পেছনে ছিল একটি মিনি ট্রাক। পাশে সিএনজিচালিত অটোরিকশা। এই সময় বাসটির পাশ দিয়ে দুই তরুণকে হেঁটে আসতে দেখা যায়। তাঁরা বাসটি অতিক্রম করার সঙ্গে সঙ্গেই তাতে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যে বাসটির পেছনের অংশ থেকে আগুন ছড়িয়ে পড়ে। নির্বিকার দুই তরুণ এ ঘটনায় একবারও পেছনে ফিরে দেখেননি। একই গতিতে হেঁটে সামনের দিকে চলে যান তাঁরা।
বাসে আগুন দেওয়ার এই রকম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ঘটনাস্থলের পাশের কোনো একটি সিসিটিভি ক্যামেরা থেকে ধারণ করা এই ভিডিও চিত্র ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ একজন পোস্ট করেন। তারপর অনেকেই তা শেয়ারও করেছেন।
0 Comments